বকেয়া বেতন পরিশোধের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৮:৪২:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৮:৪২:১৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প দ্রুত অনুমোদন ও জানুয়ারি ২০২৫ হতে বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ ৫দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এ কর্মসূচি সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন মোহাম্মদ মাহফুজুর রহমান। মাওলানা জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খান। তিনি বলেন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কাজেই অনতিবিলম্বে এ সমস্যার সমাধান হওয়া উচিত বলে আমি মনে করি। শ্রমিকের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার মুজুরি পাওয়া উচিত। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন মাওলানা নুর হোসাইন আজিজী, শহীদুল ইসলাম পলাশী, মাওলানা নজরুল হক নসীব, মাওলানা নিজাম উদ্দিন সালেহী প্রমুখ। পরে কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। সবশেষে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সুনামগঞ্জ সদর উপজেলা মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুজিবুর রহমান। এসময় সুনামগঞ্জের ১২টি উপজেলার নেতৃবৃন্দ ব্যানার ফেস্টুন নিয়ে কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com