
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের নবীনগর এলাকার বাসিন্দা সাদিকুর রহমান নামে এক যুবক নিশিতা গুড়া মশলা ক্রয় করে টোকেন পেয়েছেন ১ লক্ষ টাকার নগদ পুরুষ্কার। জানা যায় গেল ১১ মে সুনামগঞ্জের শান্তিগনঞ্জ উপজেলার পাগলা বাজারের জুমা ষ্টোর দোকান থেকে ক্রয় করেন নিশিতা গুড়া মশলা পরে বাসায় ফিরে প্যাকেট খুলতেই মিলেছে নগদ এক লক্ষ টাকার টোকেন।
এ ব্যাপারে বিজয়ী সাদিকুর রহমান বলেন, নিশিতা গুড়া মসলা আমি সব সময় ক্রয় করি। এই মশলা গুনে মানে স্বাদে অনন্য, ১ লক্ষ টাকার নগদ টোকেন পুরস্কার পেয়ে আমি সত্যি খুবই আনন্দিত। কর্তৃপক্ষ এই দুই একদিনের ভিতর পুরস্কার হাতে তুলে দিবেন বলে আশ্বাস দিয়েছেন। এ ব্যাপারে নিশিতা গুড়া মশলা ফুডস্ এঁর সুনামগঞ্জের প্রতিনিধি টি, এস,ও হবিকুল ইসলাম জানান, যিনি সুনামগঞ্জে এক লক্ষ টাকার নগদ পুরস্কার পেয়েছেন সেই সম্মানিত ক্রেতা সাদিকুর রহমানকে অতি তাড়াতাড়ি তাঁহার পুরস্কার হস্তান্তর করা হবে। এছাড়াও নিশিতা স্বপ্নপূরণ ঈদ অফার চলমান রয়েছে তাই আপনিও ক্রয় করে হতে পারেন লাখপতি।
সুনামগঞ্জ শহরের নবীনগর এলাকার বাসিন্দা সাদিকুর রহমান নামে এক যুবক নিশিতা গুড়া মশলা ক্রয় করে টোকেন পেয়েছেন ১ লক্ষ টাকার নগদ পুরুষ্কার। জানা যায় গেল ১১ মে সুনামগঞ্জের শান্তিগনঞ্জ উপজেলার পাগলা বাজারের জুমা ষ্টোর দোকান থেকে ক্রয় করেন নিশিতা গুড়া মশলা পরে বাসায় ফিরে প্যাকেট খুলতেই মিলেছে নগদ এক লক্ষ টাকার টোকেন।
এ ব্যাপারে বিজয়ী সাদিকুর রহমান বলেন, নিশিতা গুড়া মসলা আমি সব সময় ক্রয় করি। এই মশলা গুনে মানে স্বাদে অনন্য, ১ লক্ষ টাকার নগদ টোকেন পুরস্কার পেয়ে আমি সত্যি খুবই আনন্দিত। কর্তৃপক্ষ এই দুই একদিনের ভিতর পুরস্কার হাতে তুলে দিবেন বলে আশ্বাস দিয়েছেন। এ ব্যাপারে নিশিতা গুড়া মশলা ফুডস্ এঁর সুনামগঞ্জের প্রতিনিধি টি, এস,ও হবিকুল ইসলাম জানান, যিনি সুনামগঞ্জে এক লক্ষ টাকার নগদ পুরস্কার পেয়েছেন সেই সম্মানিত ক্রেতা সাদিকুর রহমানকে অতি তাড়াতাড়ি তাঁহার পুরস্কার হস্তান্তর করা হবে। এছাড়াও নিশিতা স্বপ্নপূরণ ঈদ অফার চলমান রয়েছে তাই আপনিও ক্রয় করে হতে পারেন লাখপতি।