আন্তঃউপজেলা অধিকার পরিষদের আত্মপ্রকাশ

আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ১১:৩৪:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ১১:৩৪:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে আন্তঃউপজেলা অধিকার পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জ জেলার তাহিরপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার ও দিরাই এই পাঁচটি উপজেলার কল্যাণ সমিতির সমন্বয়ে ও পরবর্তীতে যেসব উপজেলা সমিতি গঠন হবে তাদের সম্মিলিত প্রয়াসে ‘আন্তঃউপজেলা অধিকার পরিষদ’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। আমাদের এই সংগঠন মূলত একটি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। নাগরিক অধিকার, সরকারি-বেসরকারি সেবা, উন্নয়ন প্রকল্প এবং জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে একযোগে সোচ্চার ও সংগঠিত ভূমিকা পালন করবে। আমরা বিশ্বাস করি, উন্নয়ন ও নাগরিক সেবার ক্ষেত্রে জনগণের কণ্ঠস্বর শক্তিশালী হলে প্রশাসনিক কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব হবে। তারা বলেন, আমাদের অঞ্চলের অনেক মৌলিক সমস্যা- যেমন: রাস্তাঘাটের বেহাল অবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানের অনুপযুক্ত অবকাঠামো, স্বাস্থ্যসেবা সংকট, বেকারত্ব, নদীভাঙন ও হাওর ব্যবস্থাপনার দুর্বলতা - এই সব বিষয়ে যথাযথভাবে কর্তৃপক্ষের নজরদারি নেই। আলাদা আলাদা উপজেলায় নানা ধরনের প্রচেষ্টা থাকলেও, সমন্বিত আন্দোলনের অভাবে অনেক সময় এসব দাবিগুলো উপেক্ষিত থেকে যায়। সেই অভাব পূরণে ‘আন্তঃউপজেলা অধিকার পরিষদ’ একটি সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। তারা বলেন, এই সংগঠনের মাধ্যমে একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ গ্রহণ করা হবে। এতে থাকবে সময়োপযোগী দাবি উপস্থাপন, জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে নিয়মিত সংলাপ, স্থানীয় সমস্যা নিয়ে গণমাধ্যমে সক্রিয় ভূমিকা, স্বেচ্ছাসেবী কার্যক্রম ও জনসচেতনতামূলক ক্যাম্পেইন। মতবিনিময় সভায় বক্তারা আরও বলেন, এই সংগঠন কোনো দলীয় বা রাজনৈতিক উদ্দেশ্যে গঠিত নয়। এটি সম্পূর্ণ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও নাগরিক অধিকারে বিশ্বাসী একটি প্ল্যাটফর্ম। আমাদের একমাত্র লক্ষ্য- জেলার সকল উপজেলার উন্নয়ন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও জনকল্যাণ। এ সময় মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, আন্তঃউপজেলা অধিকার পরিষদ-এর আহ্বায়ক নূরুল হক আফিন্দী, সদস্য সচিব মো. মাসুদ জামান লিটন, গাজী বেলায়েত হোসেন, তাজুল ইসলাম, ফজলুল করিম সাঈদ ও হাজী আবুল বরকত। সভায় আরও বক্তব্য রাখেন অ্যাড. আব্দুল খালেক, প্রভাষক দুলাল মিয়া, অবসরপ্রাপ্ত সার্জেন্ট জিয়াউর রহমান, শহিদ নুর আহমদ, জসিম উদ্দিন, শামরুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভা শেষে আন্তঃউপজেলা অধিকার পরিষদ আহবায়ক নূরুল হক আফিন্দী, সদস্য সচিব মো. মাসুদ জামান লিটন, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, তৈয়বুর রহমান বাবুল, গাজী বেলায়েত হোসেনসহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com