
স্টাফ রিপোর্টার ::
সর্বজন শ্রদ্ধেয় পল্লী বাউল জবান আলী’র ৯০তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘তাঁর গান ও তাঁর দর্শন’ নিয়ে আলোচনা সভায় এবং একক গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনায় বাউল জবাব আলীর গান নিয়ে আলোচনা করেন দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক অ্যাড. খলিল রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৯০ বছর বয়সী জবান আলী আছেন তাঁর মতো করেই। গানে গানে তিনি মানুষের কথা, সহজ-সরল জীবনের কথা বলেন। জবান আলীর বাড়ি সুনামগঞ্জ পৌর শহরের হাছননগর এলাকায়। তাঁর বাবা আবদুল মতলিব ফকির, দাদা আবদুল গণি ফকিরও গানের মানুষ ছিলেন। তাঁরাও গান লিখতেন, গাইতেন। বাবার সঙ্গে নিজেও গাইতেন জবান আলী। বক্তারা বলেন, বোঝার বয়স থেকে গানে মজে আছেন তিনি। জীবনে আর কোনো কিছু করেননি। জীবন যৌবন সঁপে দিয়েছেন গানেই। ‘ভালো মন্দের ধার ধারি না, যা বলার বলুক লোকে’-এর মতো অসংখ্য জনপ্রিয় গান লিখেছেন তিনি। এ পর্যন্ত তিনি সাত শতাধিক গান লিখেছেন। তাঁর একটি গানের বই প্রকাশিত হয়েছে ১৫ বছর আগে ‘দর্পণে দর্শন’। ৭০টি গান আছে এতে। ২০০৯ সালে এটি প্রকাশ করে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি। সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনের সুহৃদ ও শুভানুধ্যায়ী আয়োজিত অনুষ্ঠানে পল্লী বাউল জবান আলীর গান গেয়ে মুগ্ধতা ছড়ান শিল্পীরা।