হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০১:০৮:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০১:০৮:৪৬ পূর্বাহ্ন
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাদেক মিয়া বলেছেন, সরকার ঘোষিত ন্যূনতম মূল মজুরি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিকদের নিয়োগপত্র-পরিচয়পত্র, সার্ভিস বুক অবিলম্বে চালু করতে হবে। তিনি বলেন, সাম্রাজ্যবাদী পরিকল্পনার অংশ হিসাবে মায়ানমারের সাথে করিডোর স্থাপন করা যাবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুরঞ্জিত দাসের সভাপতিত্বে ও টিটু দাসের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নকুর দাস জহর, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সৌরভ ভূষণ দেব, গণতান্ত্রিক মহিলা সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি দীপ্তি সরকার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি আমির উদ্দিন, হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের লিলু মিয়া, মো. পপলু প্রমুখ। কর্মী সম্মেলনে সুরঞ্জিত দাসকে সভাপতি ও টিটু দাসকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যবিশিষ্ট সুনামগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি বদিউজ্জামান, সহ-সাধারণ স¤পাদক মো. স্বপন, সাংগঠনিক স¤পাদক মো. পপলু, কোষাধ্যক্ষ মো. জিয়াউর রহমান, প্রচার সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক মো. আলী, সদস্য লিটন দাস। -সংবাদ বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com