জামিন মিলেনি, ৬ আওয়ামী লীগ নেতা কারাগারে

আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ১২:৫৩:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ১২:৫৩:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদকসহ আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৪ মে) দুপুর ১২টার দিকে তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক হেমায়েত উদ্দিন তা নাকচ করে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি অ্যাড. মল্লিক মইন উদ্দিন সুহেল। কারাগারে পাঠানো ছয় নেতা হলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর দাস, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. ফজলুল হক, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমেদ, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান শাহ উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক উকিল আলী। এর আগে আসামিরা উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় বুধবার তারা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে আদালত ছয়জনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্ট সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার এক মাস পর, ৪ সেপ্টেম্বর আহত যুবক জহিরের ভাই দ্রুত বিচার আইনে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে মামলা করেন। এই মামলায় এমএ মান্নানও কারাগারে ছিলেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com