
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর হাসপাতালের সামনে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। পৌর শহরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এবং যানজট নিরসনের লক্ষ্যে মঙ্গলবার বিকেলে এই অভিযান চালিয়েছে পৌরসভা। এ অভিযানে সদর হাসপাতালের ফটকের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ভেঙে সরিয়ে দেওয়া হয়।
সুনামগঞ্জ পৌর প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহযোগিতা করে সুনামগঞ্জ জেলা পুলিশের একটি দল। দীর্ঘদিন ধরে শহরের প্রভাবশালী একটি চক্র সরকারি সড়ক দখল করে স্থাপনা নির্মাণ করে অবৈধভাবে ব্যবসা করছিল।
পৌর প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, সদর হাসপাতালের সামনে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ দোকানগুলোর কারণে জনসাধারণের চলাচলে বিঘœ ঘটছিল। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা নানাভাবে ভোগান্তির মধ্যে ছিল। আজ ১৯টি দোকান উচ্ছেদ করা হয়েছে। দখলমুক্ত করা হয়েছে ফুটপাত। তিনি আরও বলেন, আমরা আগেও কয়েকবার এই দোকানগুলো উচ্ছেদ করেছি। যদি আবার কেউ দখল করে, তাহলে তাদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।