
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার লংকাপাথারিয়া গ্রাম থেকে রবিবার রাতে আটটি গরু উদ্ধার ও গরু চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুয়েল মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার বালিজুরী গ্রামে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, উপজেলার টগার হাওর থেকে রবিবার বিকেলে উপজেলার বালিজুরী গ্রামের কৃষক মুখলেছ মিয়ার (৪০) ছয়টি ও একই গ্রামের কৃষক ওয়াজেদ আলীর (৬০) দুইটি গরু চুরি হয়। ওইদিন রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লংকাপাথারিয়া গ্রামের সামনের সড়ক থেকে এই আটটি গরুসহ জুয়েল মিয়াকে আটক করেন লংকাপাথারিয়া গ্রামবাসী। খবর পেয়ে রাত দেড়টার দিকে ওই গ্রামে গিয়ে চুরি হওয়া আটটি গরু উদ্ধার ও গরু চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার বিকেলে তাকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।