
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নূরুল মোমেন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল হক, পিপি অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সোহেল, অতিরিক্ত পিপি ও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. শেরেনূর আলী, জেলা জামায়াতের আমীর তোফায়েল আহমদ খান, নায়েবে আমীর অ্যাড. শামছুদ্দীন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়, ডা. সৈয়দ মনোওয়ার আলী, এনএসআই সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম।
সভায় বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, সদর হাসপাতালের অনিয়ম-দুর্নীতি দূরীকরণে ভূমিকা রাখা, অপরাধ প্রতিরোধে আব্দুজ জহুর সেতুতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা, শহরের গুরুত্বপূর্ণ স্থানে সি.সি ক্যামেরা স্থাপন করা, চামড়ার দাম বাড়ানোর ব্যবস্থা, বাজারে ভালমানের চাল সরবরাহ করাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, এবার কৃষকেরা ধানের মূল্য ভাল পেয়েছেন। ধান ও তোলতে পেরেছেন নিরাপদে।
তিনি বলেন, আগামী ঈদ-উল-আজহায় যেন পশুর চামড়া ভাল দামে বিক্রি হয় সে বিষয় বিবেচনায় রাখতে হবে। কারণ মাদ্রাসায় সংগৃহিত চামড়া বিক্রি করে শিক্ষার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থা হয়।
তিনি বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের অনিয়ম-দুর্নীতি বন্ধ করে রোগীদের ভাল মানের সেবা যাতে পায় সেই ব্যবস্থা করতে হবে। তিনি প্রতিটি সমস্যা সমাধানে সচেতনমহলের সহযোগিতা চান।