সম্মিলিত প্রচেষ্টায় স্বপ্নের সুনামগঞ্জ গড়তে হবে

আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৮:০৩:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৮:০৩:২২ পূর্বাহ্ন
সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার বক্তব্য সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি জেলার সার্বিক উন্নয়নে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক অংশগ্রহণ এবং সহযোগিতা। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের ভূমিকা এই প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুনামগঞ্জ বাংলাদেশের একটি সম্ভাবনাময় জনপদ। প্রাকৃতিক সৌন্দর্য, জলাভূমি, হাওর-বাওর, ইতিহাস-ঐতিহ্য এবং সাংস্কৃতিক ঐশ্বর্যে সমৃদ্ধ এ জেলা অনেকদিন ধরেই অবহেলিত। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসনসহ নানা অবকাঠামোগত দুর্বলতায় পিছিয়ে রয়েছে অঞ্চলটি। এই চিত্র বদলাতে হলে প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জেলা প্রশাসকের মন্তব্য অনুযায়ী, “সাংবাদিকরা জাতির আয়না” - এই কথাটি শুধু প্রবাদে সীমাবদ্ধ নয়, বাস্তবেও এর প্রতিফলন ঘটে সংবাদকর্মীদের দায়িত্ববান ভূমিকার মাধ্যমে। সমস্যাগুলো চিহ্নিত করা, সম্ভাবনার দিক তুলে ধরা এবং জনসচেতনতা সৃষ্টি - এই তিনটি বড় ভূমিকা সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার রয়েছে। তারা নিরপেক্ষ ও গঠনমূলকভাবে প্রতিবেদন প্রকাশের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ উন্মোচন করতে পারে। সুনামগঞ্জ শহরকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার স্বপ্ন তখনই বাস্তবায়ন সম্ভব, যখন উন্নয়ন পরিকল্পনায় স্থানীয় জনগণের চাহিদা ও পরামর্শ গুরুত্ব পাবে। রাস্তাঘাট, ড্রেনেজ, শিক্ষা প্রতিষ্ঠান, সংস্কৃতি চর্চা ও বিনোদন কেন্দ্রের উন্নয়ন একযোগে ভাবতে হবে। এটি কেবল সরকারি প্রকল্পের বিষয় নয়, এটি একটি সামাজিক আন্দোলনের অংশ হওয়া উচিত। অতএব, জেলা প্রশাসকের আহ্বান অনুযায়ী সাংবাদিক সমাজসহ সকল শ্রেণির মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে। সমস্যার পাশাপাশি সম্ভাবনার কথা তুলে ধরতে হবে, গঠনমূলক সমালোচনার মাধ্যমে উন্নয়নের গতি ত্বরান্বিত করতে হবে। তবেই আমরা গড়ে তুলতে পারবো স্বপ্নের সুনামগঞ্জ - একটি প্রগতিশীল, বাসযোগ্য ও আধুনিক জেলা।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com