
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৩টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, সদর উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমাসহ জেলা ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধনী ম্যাচ জামালগঞ্জ বনাম দোয়ারাবাজার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় দোয়ারাবাজার উপজেলা ২-১ গোলে জয়লাভ করে।