
সুনামগঞ্জ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর কাজী অফিসে সমিতির সহ-সভাপতি কাজী মাওলানা সালেহ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মাওলানা ফখর উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আবু নুর মো. নুরুল আজিজ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির উপদেষ্টা কাজী মাওলানা শারফুল বাশার, সহ সভাপতি কাজী মাওলানা আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কবি সাংবাদিক কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, কাজী মাওলানা আশিকুর রহমান বিপ্লবী, কাজী মাওলানা আব্দুল কাদির, কাজী মাওলানা নুরুল হক, কাজী মাওলানা সৈয়দ আহমদ, কাজী মাওলানা তাহির আহমদ, কাজী মাওলানা হাদিউজ্জামান, কাজী মাওলানা আব্দুল মতিন চৌধুরী, কাজী মাওলানা ফিরোজ আলী, কাজী মাওলানা ওয়াজিহ উদ্দীন, কাজী মাওলানা আব্দুল আলী, কাজী মাওলানা রফিকুল ইসলাম, কাজী মাওলানা হাবীবুর রহমান চৌধুরী, কাজী মাওলানা মো. ইছহাক মিয়া, কাজী মাওলানা ফাইজুল করিম, কাজী মাওলানা তাজুল ইসলাম, কাজী মাওলানা দিলোয়ার হোসেন, কাজী মাওলানা মিজানুর রহমান, কাজী মাওলানা মফিজুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা দেশের বর্তমান প্রেক্ষাপটে নিকাহ ও তালাক রেজিস্ট্রারদের বিভিন্ন বিষয় ও যারা নারী বিষয়ক সংস্কার কমিশনের সাথে আছে, তাদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা আরও বলেন, নারী উন্নয়ন চান? নারী অধিকার চান? সীরাত থেকে গ্রহণ করেন, কোরআন থেকে গ্রহণ করেন। হাদীস থেকে গ্রহণ করেন। এ সবের জন্য নারী বিষয়ক সংস্কার কমিশন গঠনের প্রয়োজন পড়ে না। - সংবাদ বিজ্ঞপ্তি