
সুনামকণ্ঠ ডেস্ক ::
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে গণজমায়েত চলাকালে আওয়ামী লীগ সন্দেহে ছাতকের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। শনিবার (১০ মে) বিকেল ৪টার দিকে চৌহাট্টা এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার ওই যুবকের নাম কাওসার আল মামুন। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে। তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলাকালে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন মামুন। এ সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত সন্দেহে তাকে মারপিট করে একদল বিক্ষোভকারী। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোতোয়ালি মডেল থানা পুলিশ। পরে মামুনকে পুলিশের কাছে সোপর্দ করে আন্দোলনকারীরা।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সন্দেহে গণপিটুনির শিকার এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।