র্যাবের অভিযানে ৮৯১ বোতল মদ উদ্ধার

আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ১০:৫৫:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ১০:৫৫:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: র‌্যাব-৯-এর পৃথক অভিযানে সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ৮৯১ বোতল মদ উদ্ধার হয়েছে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল গত ৫ মে রাত ৮টার দিকে সুনামগঞ্জ সদর থানার রঙ্গারচর ইউনিয়নের নৈগাং এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন মাদক চোরাকারবারী ৬টি প্লাস্টিকের ভিতর ৮২০ বোতল বিদেশী মদ রেখে সুকৌশলে পালিয়ে যায়। উল্লেখিত ব্যক্তিদের গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও গত ৫ মে রাত ৩টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে র‌্যাব তাহিরপুর থানাধীন বড়দল দক্ষিণ ইউনিয়নের কাউকান্দি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭১ বোতল বিদেশী মদসহ ০২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হল কাউকান্দি গ্রামের শফিক মিয়ার পুত্র মন্টু মিয়া (৩৫) ও বাবুল মিয়ার পুত্র সাগর আহম্মেদ (১৯)। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি.-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com