
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামের নিজের বাবার বাড়ির বসতঘরের আঁড়ের সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় সোমবার বেলা দুইটার দিকে ফাতেমা আক্তার (১৯) নামের এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের কৃষক আনিছ মিয়ার মেয়ে। মাস খানেক আগে পাশের নেত্রকোণার বারহাট্টা উপজেলার নলুয়ারচর গ্রামের বাদল মিয়ার (২৬) সঙ্গে তার বিয়ে হয়েছিল। রবিবার সন্ধ্যায় নববধূ স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। সোমবার সকাল ১০টার দিকে পরিবারের লোকজন বাড়ির সামনের খলায় ধান শুকাতে গেলে তিনি বসতঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকাল ১১টার দিকে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে খবরটি থানা পুলিশকে জানায়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, নববধূর লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো জানাযায়নি। লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।