
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে কয়লা কোয়ারিতে কয়লা উত্তোলনে করতে গিয়ে কোয়ারির মাটি চাপায় নুর মিয়া (৪০) নামে বাংলাদেশি এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পশ্চিম লাকমা গ্রামের মৃত জালাল মিয়ার ছেলে। সোমবার সকালে উপজেলার বালিয়াঘাট বিজিবি ক্যা¤েপর সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে ঘটনাটি ঘটেছে। খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে লাকমা এলাকার কিছু লোক জীবিকার তাগিদে ভারতে অনুপ্রবেশ করে মেঘালয় পাহাড় কয়লা কোয়ারিতে কাজ করে। এজন্য প্রতিদিন ভোরে বিজিবির চোখ ফাঁকি দিয়ে চোরাই পথে ওইসব কোয়ারিতে যায়। সোমবার সকালে কাজ করা অবস্থায় কোয়ারিতে ঢুকে কয়লা উত্তোলন করতে গেলে কোয়ারির উপরের অংশের মাটি ধ্বসে নুর মিয়ার উপর পড়ে। পরবর্তীতে সাথে থাকা শ্রমিকরা দুপুরে নুর মিয়ার মরদেহ বাংলাদেশে নিয়ে আসেন। কয়লা শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির।