
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরের নদীতে ডুবে মো. সাঈদ হাসান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) দুপুরে উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ইউনিয়নের পাটাবুকা গ্রামের সামনে পাটলাই নদীতে ঘটনাটি ঘটেছে। নিহত শিশু পাটাবুকা গ্রামের মাইনুল ইসলামের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরে নিজ বাড়ির সামনে খেলার করার এক ফাঁকে সবার চোখের আড়ালে পাটলাই নদীতে পড়ে পানিতে ডুবে যায় মো. সাঈদ হাসান। পরিবারের তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। পরবর্তীতে ওইদিন সন্ধ্যায় পাটলাই নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করা হয়। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন নিহতের সত্যতা নিশ্চিত নিশ্চিত করেছেন।