
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৪ মে) ভোর সাড়ে ৪টার দিকে জামালগঞ্জ থানার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রামসংলগ্ন রক্তি নদীতে নৌকাযোগে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতার হওয়া তিন মাদক কারবারি সকলেই জামালগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা।
তারা হলেন, মো. সাকিবুর (৩০), মো. জুনেল মিয়া (৩২) ও মো. সাজমুল (২৪)। তাদের কাছ থেকে ভারতীয় এসি ব্ল্যাক ব্র্যান্ডের মোট ২৬৪ বোতল মদ উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জামালগঞ্জ থানার এসআই পঙ্কজ ঘোষ। অভিযানে অংশগ্রহণকারী অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন এএসআই রাজীব কুমার দে ও আরও কয়েকজন পুলিশ সদস্য। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৪ মে) ভোর সাড়ে ৪টার দিকে জামালগঞ্জ থানার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রামসংলগ্ন রক্তি নদীতে নৌকাযোগে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতার হওয়া তিন মাদক কারবারি সকলেই জামালগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা।
তারা হলেন, মো. সাকিবুর (৩০), মো. জুনেল মিয়া (৩২) ও মো. সাজমুল (২৪)। তাদের কাছ থেকে ভারতীয় এসি ব্ল্যাক ব্র্যান্ডের মোট ২৬৪ বোতল মদ উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জামালগঞ্জ থানার এসআই পঙ্কজ ঘোষ। অভিযানে অংশগ্রহণকারী অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন এএসআই রাজীব কুমার দে ও আরও কয়েকজন পুলিশ সদস্য। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।