
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দিনব্যাপী উপজেলা আমীর মাওলানা আকবর আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ জাকির হোসাইনের পরিচালনায় শিক্ষাশিবিরে দারসূল কোরআন পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার। প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ খাঁন।
বিশেষ অতিথি হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা রাখেন ছাতক ও দোয়ারাবাজার আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা সৈয়দ কাজী মনছুর আহমদ, সহ-সেক্রেটারি আব্দুল আউয়াল ও আবু মূসা রাসেল, শ্রমিক কল্যাণ ফেডারেশন ছাতক উপজেলা সভাপতি মিজানুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সালাহ উদ্দিন, নাছির উদ্দীন, আরাফাত আহমদ রাহাত প্রমুখ।