
মহান মে দিবস উপলক্ষে
সুনামগঞ্জ জেলা জাতীয় শ্রমিক পার্টির উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার শহরের উকিলপাড়াস্থ দলীয় কার্যালয় হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জাতীয় শ্রমিক পার্টির সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে ও জাতীয় শ্রমিক পার্টির অন্যতম সদস্য সেলিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা জাতীয় পার্টির সিনিয়র সদস্য সাইফুর রহমান সমছু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট মো. নাজমুল হুদা (হিমেল)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নজির হোসেন মাস্টার, গোলাম হোসেন অভি, হারুন মিয়া, অ্যাডভোকেট শাহ্ আলম (তুলিপ), জেলা জাতীয় পার্টির সদস্য ওমর ফারুক, আব্দুল মতিন জহুর মিয়া, এমদাদুল হক দিলরব, সফিকুল আলম উজ্জ্বল, সাইদুল ইসলাম, আমির হোসেন, এনামুল হক শাহরুক, নুরুল ইসলাম, মো. আব্দুল বারি রুহেল, মো. আরিফ জাহান, জুবায়ের আহমদ পারভেজ, শ্রমিক নেতা নুর মিয়া, শ্রমিক নেতা আকিনুর, আইয়ুব আলী প্রমুখ।
প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট মো. নাজমুল হুদা (হিমেল) বলেন, জাতীয় পার্টির সরকারের আমলে সবচেয়ে বেশি শ্রমিকদের মূল্যায়ন করা হয়েছে। শ্রমিকরা যখন যা চেয়েছেন জাতীয় পার্টি সরকার তাই করেছে, বেকার শ্রমিকদের জন্য বিনামূল্যে রিকসা, গাড়ি বিতরণ করা হয়েছে। শুধু তাই না অসহায় শ্রমিকদের জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছিল। যাতে শ্রমিকরা তাদের ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারেন। জাতীয় পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে বেকারত্ব দূর করার পাশাপাশি শ্রমিকদের সচ্ছল হওয়ার ব্যবস্থা গ্রহণ করবে। অ্যাডভোকেট মো. নাজমুল হুদা (হিমেল) বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের হলেন শ্রমিকবান্ধব একজন রাজনীতীবিদ। জিএম কাদের দেশ পরিচালনার সুযোগ পেলে দেশের কোন শ্রমিক বেকার থাকবে না। তাই জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতকে শক্তিশালী করতে হবে।