
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
১৬৮ পিস ইয়াবাসহ বাবুল মিয়া (৩৬) নামে এক রিকসা চালককে আটক করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। বাবুল মিয়া শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের নবিনগর গ্রামের বাসিন্দা। শুক্রবার (২ মে) বিকালে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বুরুমপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার দুপুরে রিকসাচালক বাবুল মিয়া ইয়াবা নিয়ে বিক্রির উদ্দেশ্যে বুরুমপুর গ্রামে যায়। এসময় স্থানীয়দের সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দিলে শান্তিগঞ্জ থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক (এএসআই) রুবেল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের নিয়ে বুরুমপুর গ্রামে অভিযান চালিয়ে স্থানীয় এলাকাবাসীর সামনে ১৬৮ পিস ইয়াবাসহ বাবুল মিয়াকে হাতেনাতে আটক করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত বাবুল মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।