
স্টাফ রিপোর্টার ::
দিরাইয়ে বজ্রপাতের ঘটনায় এক কৃষক নিহত ও দুই জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিরাইয়ের উদগল হাওরে বজ্রপাতে রিংকু দাস (৩০) নামে ওই কৃষকের মৃত্যু হয়। তিনি চরনারচর ইউনিয়নের গোপালপুর গ্রামের রণধীর দাসের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে রিংকু দাস উদগল হাওরে ট্রলি দিয়ে ধানের খড় আনতে গেলে আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। আহত হয়েছেন একই গ্রামের অনন্ত দাসের ছেলে রাকেশ দাস ও সাবেক ইউপি সদস্য ননী দাসের ছেলে কালিপদ দাস।
দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
দিরাইয়ে বজ্রপাতের ঘটনায় এক কৃষক নিহত ও দুই জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিরাইয়ের উদগল হাওরে বজ্রপাতে রিংকু দাস (৩০) নামে ওই কৃষকের মৃত্যু হয়। তিনি চরনারচর ইউনিয়নের গোপালপুর গ্রামের রণধীর দাসের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে রিংকু দাস উদগল হাওরে ট্রলি দিয়ে ধানের খড় আনতে গেলে আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। আহত হয়েছেন একই গ্রামের অনন্ত দাসের ছেলে রাকেশ দাস ও সাবেক ইউপি সদস্য ননী দাসের ছেলে কালিপদ দাস।
দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।