
বিশ্বম্ভরপুর প্রতিনিধি::
বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি’র পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে দীর্ঘ সময় অবস্থানসহ নানা অনিয়মের অভিযোগে পরীক্ষা কেন্দ্র থেকে দায়িত্বরত শিক্ষক জাহাঙ্গীর আলমকে অব্যাহতি দেয়া হয়েছে।
তিনি শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক।
গত মঙ্গলবার সকালে উপজেলার বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রসায়নসহ আরো ২টি বিষয়ে পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মফিজুর রহমান এবং বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব চন্দ্র শেখর সরকার এ তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্র সচিব জানান, চলতি বছর ৪৪৫ পরীক্ষার্থীর পরীক্ষা বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়, বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলমান রয়েছে। অভিযুক্ত শিক্ষককে আগামী পরীক্ষাগুলো থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি’র পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে দীর্ঘ সময় অবস্থানসহ নানা অনিয়মের অভিযোগে পরীক্ষা কেন্দ্র থেকে দায়িত্বরত শিক্ষক জাহাঙ্গীর আলমকে অব্যাহতি দেয়া হয়েছে।
তিনি শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক।
গত মঙ্গলবার সকালে উপজেলার বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রসায়নসহ আরো ২টি বিষয়ে পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মফিজুর রহমান এবং বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব চন্দ্র শেখর সরকার এ তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্র সচিব জানান, চলতি বছর ৪৪৫ পরীক্ষার্থীর পরীক্ষা বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়, বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলমান রয়েছে। অভিযুক্ত শিক্ষককে আগামী পরীক্ষাগুলো থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।