
স্টাফ রিপোর্টার ::
আগামী ১১ মে থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এতে জেলার ১২টি উপজেলা টিম অংশগ্রহণ করবে। প্রতিদিন বিকেল ৩টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১১ মে বিকেল প্রথম রাউন্ডে ক-গ্রুপের দোয়ারাবাজার বনাম জামালগঞ্জের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। ১২ মে খ-গ্রুপে শান্তিগঞ্জ বনাম মধ্যনগর, ১৩ মে গ-গ্রুপে তাহিরপুর বনাম শাল্লা এবং ১৪ মে ঘ-গ্রুপে ধর্মপাশা বনাম বিশ্বম্ভরপুরের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫ মে কোয়ার্টার ফাইনালে সুনামগঞ্জ সদরের সাথে মুখোমুখি হবে ক-গ্রুপের জয়ী দল। ১৬ মে জগন্নাথপুরের মুখোমুখি হবে গ-গ্রুপের জয়ী দল, ১৭ মে দিরাইয়ের মুখোমুখি হবে খ-গ্রুপের জয়ী দল এবং ১৮ মে ছাতকের সাথে লড়বে ঘ-গ্রুপের জয়ী দল। ২০ মে ও ২১ মে সেমিফাইনাল এবং ২৩ মে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।