অ্যাকশন এইডের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ১২:০৮:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ১২:০৮:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: ভার্ড- এলআরপি ৪৩ এর উদ্যোগে এবং অ্যাকশন এইড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ এপ্রিল বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়। এই চক্ষু চিকিৎসা ক্যাম্পে ২২৮ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা এবং ২১ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। এছাড়া চশমা প্রদান করা হয় ৪১ জন ও ঔষধ প্রদান করা হয় ১১৮ জনকে। উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন বাদাঘাট (দক্ষিণ) ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন ও সহকারী শিক্ষকগণ, ভার্ড এলআরপি - ৪৩ প্রকল্পে কর্মরত কর্মকর্তা ও কর্মীগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁরা রোগীদের সাথে কথা বলেন এবং ভার্ড চক্ষু হাসপাতালের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। অতিথিগণ এ ধরনের মহতী উদ্যোগের জন্য ভার্ড এবং অ্যাকশন এইড বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চক্ষু চিকিৎসা ক্যাম্পে ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার (এএফও) মো. নূর হোসেন ও মেডিকেল টিম দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com