
স্টাফ রিপোর্টার ::
শাল্লা উপজেলার ১নং আটগাঁও ইউপির আটগাঁও গ্রামে রিমন তালুকদার (২৩) নামে এক কলেজ ছাত্র বজ্রাঘাতে নিহত হয়েছেন। ২৮ এপ্রিল সোমবার সকাল সাড়ে ৬টায় হাওরে ৪টি গরু নিয়ে ঘাস খায়াচ্ছিলেন তিনি। এসময় আবহাওয়া খারাপ দেখে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন রিমন। ৩টি গরু ছাড়া থাকলেও একটি গরুর দড়ি তার হাতে ছিল। এমন সময় বজ্রপাতে রিমনসহ একটি গরুও মারা যায়। জানা যায়, রিমন শাল্লা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তিনি আটগাঁও গ্রামের আবু জাহেদের ছেলে ও শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদের ভাতিজা।
রিমন তালুকদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আটগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আন নোমান ও থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।