
স্টাফ রিপোর্টার ::
শান্তিগঞ্জে পুকুরে ডুবে ইয়াসিন আলী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহত ইয়াসিন জয়সিদ্ধি গ্রামের আব্দুস শহিদের ছেলে।
শিশুপির পিতা আব্দুস শহিদ জানান, প্রতিদিনের মতো বাড়ির নিকটবর্তী মাঠে ইয়াসিনসহ পাড়ার কয়েকজন শিশু খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে মাঠের এক পাশে নতুন খনন হওয়া পুকুরপাড়ে যায় ইয়াসিনসহ অন্য শিশুরা। এ সময় পুকুর পাড়ের মাটি ধসে ইয়াসিন পানিতে পড়ে যায়। তার সঙ্গে থাকা শিশুরা বাড়িতে খবর দিলে ইয়াসিনের বাবাসহ স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।