
স্টাফ রিপোর্টার ::
মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালকে গ্রেফতার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
রবিবার সকাল ১১টায় সুনামগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন সড়কে আমার দেশ পাঠকমেলা আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। বক্তারা বলেন, মাহমুদুর রহমান একজন খাঁটি দেশ প্রেমিক মানুষ। অন্যায়ের সাথে কোনদিন আপোষ করেননি। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে ১৪০টি মামলার আসামি ছিলেন। তিনি জেল খেটেছেন, নির্বাসনে ছিলেন। কুষ্টিয়ার আদালতে রক্তাক্ত হয়েছিলেন। আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছিল। এক যুগ পর পুনরায় প্রকাশ হলে একের পর এক দুর্নীতির চিত্র তুলে ধরা হচ্ছে।
মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালের এক লাখ কোটি টাকা পাচারের সংবাদ প্রচার করা হয়। সেই সংবাদই গাত্রদাহের কারণ হয়ে দাঁড়ায় মোস্তফা কামালের। তিনি মাহমুদুর রহমানসহ কয়েকজন সাংবাদিককে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করেন। ফ্যাসিবাদের দোসর মোস্তফা কামালের মামলা প্রত্যাহার করার দাবি জানান তারা। সেই সাথে মেঘনা গ্রুপের মালিককে দ্রুত গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান বক্তারা।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ শেরগুল আহমেদ।
আমার দেশ পাঠক মেলা আয়োজিত কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন আমার দেশ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জসীম উদ্দিন।
আমার দেশ পাঠক মেলার সভাপতি মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট শামস উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদ, জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহ আলম, পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ কে এম আবু নাসার, শিক্ষাবিদ ফজলুল করিম সাঈদ, সাংবাদিক রওনক বখত, লতিফুর রহমান রাজু, শাহাবুদ্দিন আহমেদ, তৌহিদ চৌধুরী প্রদীপ, মাসুম হেলাল, সেলিম আহমেদ তালুকদার, একে কুদরত পাশা, আমিনুল হক, এ কে মিলন আহমেদ, আমারদেশ পাঠক মেলার উপদেষ্টা নুরুল হাসান আতাহের, ফয়সল আহমেদ, মনোয়ার চৌধুরী, ইয়াকুব শাহরিয়ার, বাবরুল হাসান বাবলু, মোশাররফ হোসেন লিটন, আব্দুল্লাহ আল মামুন, পাবেল আহমেদ, শরীফ উদ্দিন মানিক, লিটন, জুবায়ের আহমেদ, আমিনুর রহমান পরান, নাঈম আহমেদ, আব্দুল হালিম, সফিউল ইসলাম, শামিম আহমেদ, গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা ইলিয়াস আহমেদ, নাঈম আহমেদ প্রমুখ।
মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালকে গ্রেফতার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
রবিবার সকাল ১১টায় সুনামগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন সড়কে আমার দেশ পাঠকমেলা আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। বক্তারা বলেন, মাহমুদুর রহমান একজন খাঁটি দেশ প্রেমিক মানুষ। অন্যায়ের সাথে কোনদিন আপোষ করেননি। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে ১৪০টি মামলার আসামি ছিলেন। তিনি জেল খেটেছেন, নির্বাসনে ছিলেন। কুষ্টিয়ার আদালতে রক্তাক্ত হয়েছিলেন। আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছিল। এক যুগ পর পুনরায় প্রকাশ হলে একের পর এক দুর্নীতির চিত্র তুলে ধরা হচ্ছে।
মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালের এক লাখ কোটি টাকা পাচারের সংবাদ প্রচার করা হয়। সেই সংবাদই গাত্রদাহের কারণ হয়ে দাঁড়ায় মোস্তফা কামালের। তিনি মাহমুদুর রহমানসহ কয়েকজন সাংবাদিককে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করেন। ফ্যাসিবাদের দোসর মোস্তফা কামালের মামলা প্রত্যাহার করার দাবি জানান তারা। সেই সাথে মেঘনা গ্রুপের মালিককে দ্রুত গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান বক্তারা।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ শেরগুল আহমেদ।
আমার দেশ পাঠক মেলা আয়োজিত কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন আমার দেশ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জসীম উদ্দিন।
আমার দেশ পাঠক মেলার সভাপতি মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট শামস উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদ, জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহ আলম, পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ কে এম আবু নাসার, শিক্ষাবিদ ফজলুল করিম সাঈদ, সাংবাদিক রওনক বখত, লতিফুর রহমান রাজু, শাহাবুদ্দিন আহমেদ, তৌহিদ চৌধুরী প্রদীপ, মাসুম হেলাল, সেলিম আহমেদ তালুকদার, একে কুদরত পাশা, আমিনুল হক, এ কে মিলন আহমেদ, আমারদেশ পাঠক মেলার উপদেষ্টা নুরুল হাসান আতাহের, ফয়সল আহমেদ, মনোয়ার চৌধুরী, ইয়াকুব শাহরিয়ার, বাবরুল হাসান বাবলু, মোশাররফ হোসেন লিটন, আব্দুল্লাহ আল মামুন, পাবেল আহমেদ, শরীফ উদ্দিন মানিক, লিটন, জুবায়ের আহমেদ, আমিনুর রহমান পরান, নাঈম আহমেদ, আব্দুল হালিম, সফিউল ইসলাম, শামিম আহমেদ, গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা ইলিয়াস আহমেদ, নাঈম আহমেদ প্রমুখ।