
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় ভাইবোন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামে।
আহত ও স্থানীয় সূত্র জানায়, সাদিপুর গ্রামের জুবেল মিয়া ও আশরাফুল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে ২৬ এপ্রিল শনিবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় জুবেল মিয়া (৩৮) ও তার বোন পারভিন বেগম (৪৭) আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় আহত পারভিন বেগম বাদী হয়ে প্রতিপক্ষের আলামিন মিয়া, আকাইদ মিয়া, আশরাফুল মিয়া, বিল্লাল মিয়া ও ছানর মিয়া সহ ৫ জনকে বিবাদী করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।