
গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দোয়ারাবাজার উপজেলার বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- এবং এক লাখ টাকা জরিমানা করেছেন। তাছাড়া বিচারক এই রায়ে ধর্ষণের ফলে ওই কিশোরীর গর্ভে জন্ম নেওয়া কন্যাসন্তানের বাবা হিসেবে দ-প্রাপ্ত ব্যক্তির নাম যুক্ত করে জন্মনিবন্ধন দিতে নিবন্ধককে নির্দেশ দিয়েছেন।
ধর্ষণের দায়ে জন্ম নেওয়া শিশুরা আমাদের দেশে পিতৃপরিচয় বঞ্চনার গ্লানি নিয়ে সমাজে অপমানজনক জীবন যাপন করে। তারা সাধারণত সমাজের স্বীকৃতি পায় না। এবংবিধ শিশুদের পিতৃপরিচয় আদালত কর্তৃক অর্থাৎ আইনিভাবে স্বীকৃতি প্রদানের আদেশ প্রদান সত্যিকার অর্থেই একটি মহৎ নির্দেশনা।
আমরা মনে করি, এতে করে ধর্ষণ ব্যতীত অন্যকোনও প্রমাণিত কারণে জন্ম নেওয়া কিন্তু সমাজে অস্বীকৃত শিশুদের পিতৃপরিচয় পাওয়ার পথ সুগম হয়েছে। ইতোমধ্যে যদি এবংবিধ কোনও আইনি নির্দেশ আদালতের পক্ষ থেকে প্রদান করা না হয়ে থাকে, তা হলে এটি সত্যিকার অর্থেই একটি যুগান্তকারি নির্দেশনা। বাংলাদেশের ইতিহাসে এটি একটি মাইল ফলক হয়ে থাকবে, তাতে কোনও সন্দেহ নেই।