
স্টাফ রিপোর্টার ::
৪র্থ নাসরিন সুলতানা মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ ও ফারিহা একাডেমি বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের নতুনপাড়া এলাকায় ফারিহা একাডেমি মিলনায়তনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারিহা একাডেমির অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর পরিমল কান্তি দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, ডা. জসিম উদ্দিন খান। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার।
ফারিহা একাডেমির উদ্যোগে শিক্ষক দেবাশীষ রায় শুভ্র-এর সঞ্চালনায় অনুষ্ঠানের আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
নাসরিন সুলতানা মেধাবৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন স্থানের ৭০টি স্কুলের ৪৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৫৬ জন বৃত্তি পেয়েছে। অনুষ্ঠানে জেলার ৩ জন শ্রেষ্ঠ শিক্ষার্থী জামালগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাইস্কুলের অন্বয় রায়কে প্রথম, চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেনের প্রাচীর তালুকদার (প্রাপ্তি)কে ২য় এবং সামিউল হাসানকে ৩য় পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে ১৭ জন, সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ২১জন। ৩য় গ্রেডে বৃত্তি পেয়েছে আরও ১৫ জন।
পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।