
সিলেট প্রতিনিধি ::
সিলেটের হাওর ও নন হাওরের সর্বমোট ৪৮.৬০ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে। এবছর সিলেট অঞ্চলের ৪ লক্ষ ৯৭ হাজার ২১৯ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে, যার মধ্যে ২ লক্ষ ৪১ হাজার ৬৩৭ হেক্টর জমির ধান কাটা স¤পন্ন হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সিলেট অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পাঠানো এক প্রতিবেদনে এমনটা জানানো হয়।
প্রতিবেদনের বলা হয়, ২৬ এপ্রিল পর্যন্ত হাওর ও নন হাওর অঞ্চল মিলিয়ে মোট ৪ লক্ষ ৯৭ হাজার ২১৯ হেক্টর জমিতে এবছর বোরো ধান চাষ হয়েছে সিলেট বিভাগীয় অঞ্চলে। ইতোমধ্যে ২ লক্ষ ৪১ হাজার ৬৩৭ হেক্টর জমি তথা ৪৮.৬০ বা ৪৯ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। এর মধ্যে সিলেটে ৪৪.৩০ শতাংশ, মৌলভীবাজারে ৪৯.৮১ শতাংশ, হবিগঞ্জে ৩৬.২০ শতাংশ ও সুনামগঞ্জে ৫৬.৮২ শতাংশ জমির বোরোধান ইতোমধ্যে কাটা হয়েছে।
সিলেট বিভাগের হাওর অঞ্চলে ইতোমধ্যে ৭১.২৭ শতাংশ বোরো ধান কাটা স¤পন্ন হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬৫ শতাংশ, মৌলভীবাজারে ৮৪শতাংশ, হবিগঞ্জে ৬৬ শতাংশ ও সুনামগঞ্জে ৭০ শতাংশ ধান কাটা শেষ হয়েছে।
এছাড়া হাওর অঞ্চল ছাড়া সাধারণ জায়গা বা নন হাওরে বোরো ধান চাষ হয়েছে ২ লক্ষ ২০ হাজার ৪১৬ হেক্টর জমিতে। ইতোমধ্যে ৪৭ হাজার ৬৮৫ হেক্টর তথা ২২.৩১ শতাংশ জমির ধান কাটা শেষ হয়েছে। এর মধ্যে সিলেটে ২৯ শতাংশ, মৌলভীবাজারে ২৩ শতাংশ, হবিগঞ্জে ১৮ শতাংশ ও সুনামগঞ্জে ১৯.২৮ শতাংশ ধানই কাটা হয়েছে।
সিলেট অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা এবার সুন্দরভাবে ধান কাটতে পেরেছেন। আগামী ৫ মে মধ্যে হাওরের ধান কাটা আশা করি শেষ হয়ে যাবে। তবে নন হাওরের ধানগুলো কাটতে আরেকটু সময় লাগবে।