
প্রায় ৩০০ মণ ধান পুড়ে ছাই
দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে গভীর রাতে কৃষক আব্দুল হান্নানের জমাকৃত ধানের মুঠের স্তূপে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে অন্তত ৩০০ মণ ধান পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার রণভূমি গ্রাম সংলগ্ন বরাম হাওরে এমন নির্মম ঘটনা ঘটে। রণভূমি গ্রামের কৃষক আব্দুল হান্নান তার সারা বছরের কষ্টের ধান হারিয়ে পাগলপ্রায় হয়ে পড়েছেন। তার ছেলে ছাদ উদ্দিন ও কালাশাহ কান্না জড়িত কণ্ঠে বলেন, আমরা এবার ১২ কেয়ার জমিতে উচ্চ ফলনশীল ধান রোপণ করেছি, গতকাল ধান কেটে বরাম হাওরের পাড়ে ধানের মুঠের স্তূপ জমা করেছি মাড়াই দেওয়ার জন্য। আমরা দুই ভাই রাতে ধানের মাঠ পাহারা দিচ্ছিলাম।
গভীর রাতে কয়েকজন এসে পেছন থেকে আমাদের চোখ বেধে দিয়ে তারা ইচ্ছে মতো আমাদের ধানের মুঠের স্তূপে আগুন লাগিয়ে দেয়। আমাদের চোখ বাঁধা থাকায় আমরা কাউকে দেখতে পারিনি। এতে আমাদের প্রায় ৩০০ মণ ধানের ক্ষতি হয়েছে। আমরা মানুষের কাছ থেকে টাকা ধার এনে জমি করেছিলাম। আমাদের সকল আশা ভেঙে চুরমার হয়ে গেলো। আমরা কেমন ধার শোধ করবো, কিভাবে আগামী বছর চলবো? আমার বাবাতো পাগলপ্রায়, বাবার অবস্থা ভালো নয়। তারা বলেন, আমাদের গ্রামে বিভিন্ন বিষয়ে আমাদের সাথে ঝগড়া আছে, প্রয়োজনে বিস্তারিত বলবো।
দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ধানের মুঠের স্তূপে আগুন লাগানোর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ও এ এসপি মহোদয় সরেজমিনে দেখে এসেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে গভীর রাতে কৃষক আব্দুল হান্নানের জমাকৃত ধানের মুঠের স্তূপে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে অন্তত ৩০০ মণ ধান পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার রণভূমি গ্রাম সংলগ্ন বরাম হাওরে এমন নির্মম ঘটনা ঘটে। রণভূমি গ্রামের কৃষক আব্দুল হান্নান তার সারা বছরের কষ্টের ধান হারিয়ে পাগলপ্রায় হয়ে পড়েছেন। তার ছেলে ছাদ উদ্দিন ও কালাশাহ কান্না জড়িত কণ্ঠে বলেন, আমরা এবার ১২ কেয়ার জমিতে উচ্চ ফলনশীল ধান রোপণ করেছি, গতকাল ধান কেটে বরাম হাওরের পাড়ে ধানের মুঠের স্তূপ জমা করেছি মাড়াই দেওয়ার জন্য। আমরা দুই ভাই রাতে ধানের মাঠ পাহারা দিচ্ছিলাম।
গভীর রাতে কয়েকজন এসে পেছন থেকে আমাদের চোখ বেধে দিয়ে তারা ইচ্ছে মতো আমাদের ধানের মুঠের স্তূপে আগুন লাগিয়ে দেয়। আমাদের চোখ বাঁধা থাকায় আমরা কাউকে দেখতে পারিনি। এতে আমাদের প্রায় ৩০০ মণ ধানের ক্ষতি হয়েছে। আমরা মানুষের কাছ থেকে টাকা ধার এনে জমি করেছিলাম। আমাদের সকল আশা ভেঙে চুরমার হয়ে গেলো। আমরা কেমন ধার শোধ করবো, কিভাবে আগামী বছর চলবো? আমার বাবাতো পাগলপ্রায়, বাবার অবস্থা ভালো নয়। তারা বলেন, আমাদের গ্রামে বিভিন্ন বিষয়ে আমাদের সাথে ঝগড়া আছে, প্রয়োজনে বিস্তারিত বলবো।
দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ধানের মুঠের স্তূপে আগুন লাগানোর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ও এ এসপি মহোদয় সরেজমিনে দেখে এসেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।