
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় সরকারি খাদ্যগুদামে কার্ডধারী প্রকৃত কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে গত বৃহ¯পতিবার থেকে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ওইদিন বেলা ১২টার দিকে উপজেলার ধর্মপাশা খাদ্যগুদামে ধর্মপাশা গ্রামের বাসিন্দা কৃষক নূরুল হুদার এক হাজার ৫২০ কেজি ধান সংগ্রহের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে ইউএনও জনি রায় এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, সাংবাদিক গিয়াস উদ্দিন রানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য মহি উদ্দিন আরিফ প্রমুখ।
অপরদিকে একইদিন বিকেল তিনটার দিকে উপজেলার মধ্যনগর খাদ্যগুদামে মধ্যনগর গ্রামের বাসিন্দা কৃষক মাধব মালাকারের এক হাজার ৫২০ কেজি ধান সংগ্রহের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে ইউএনও উজ্জ্বল রায় এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা কৃষি কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, মধ্যনগর উপজেলার খাদ্য নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্বে থাকা ধর্মপাশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, সাংবাদিক এম এ মান্নান, অমৃত সামন্ত প্রমুখ।
ধর্মপাশা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) মিজানুর রহমান ও মধ্যনগর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) আবদুল হক বলেন, ধর্মপাশা খাদ্যগুদামে এক হাজার ৩৫ মেট্রিক টন ও মধ্যনগর খাদ্যগুদামে এক হাজার মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ৩৬টাকা ও প্রতি মণ ধান এক হাজার ৪৪০ টাকা দামে প্রত্যেক কার্ডধারী কৃষক সর্বনি¤œ ১২০ কেজি ও সর্বোচ্চ ৩৮ মণ ধান গুদামে বিক্রি করতে পারবেন। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান সংগ্রহ কার্যক্রম চলবে।