
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ঐতিহ্যবাহী সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির ব্যবসায়ীদের সাথে বাজারের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন, সাচনা বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুক মিয়া, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রব, সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি চিত্তরঞ্জন পাল, সাধারণ স¤পাদক আসাদ আল আজাদ, সহসাধারণ স¤পাদক মো. সেলিম আহমদ, সাংগঠনিক স¤পাদক মো. খুরশিদ আলম, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, মো. হাবিবুর রহমান, ব্যবসায়ী মো. জহির মিয়াসহ প্রায় শতাধিক ব্যবসায়ী।
এসময় সাচনা নতুন বাজারে প্রবেশের জন্য বিকল্প রাস্তাসহ চলমান নানা সমস্যা তুলে ধরেন ব্যবসায়ীগণ। ব্যবসায়ীদের সকল সমস্যা শীঘ্রই সমাধান করা হবে বলে আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। তাছাড়া দীর্ঘদিনের পুরোনো কমিটি বণিক কল্যাণ সমিতিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন ও কর্মচারীদের সপ্তাহে ১ দিন ছুটি দেওয়ার তাগিদ দেন ইউএনও।