
এসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট এসেন্সিজ ইন বাংলাদেশ (এডাব), সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে “মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা” শীর্ষক সেমিনার ও মাদকবিরোধী শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা।
আলোচনা সভার সভাপতিত্ব করেন এডাব, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও সুজন এর নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য্য। অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন এডাব সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও আরডিএসএ-এর নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন এডাব সিলেট বিভাগের বিভাগীয় সমন্বয়কারী মো. বাবুল আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসান, সদর মডেল থানার এসআই (নি.) আব্দুল্লাহ আল রিফাত, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ এ কর্মরত এএসআই মো. আ. কাদির।
সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্যে এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, কলেজ পড়–য়া শিক্ষার্থী, ইমাম ও পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, বেদে সর্দার, মৎস্যজীবী প্রতিনিধি, পল্লী চিকিৎসক, নারী উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন সংস্থা পদ্মা’র নির্বাহী পরিচালক ও এডাব সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সাজ্জাদুর রহমান, এডাব সুনামগঞ্জ জেলা শাখার কার্যকরী সদস্য মোছা. শিল্পী বেগম, আরপিডাব্লিউএস এর নির্বাহী পরিচালক মো. নাজিম উদ্দিন, জেলা হাওর বাচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন, প্রত্যাশা মহিলা সমিতির সভানেত্রী নাজমা বেগম, নারী উদ্যোক্তা দীপ্তি সরকার।
সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অংশগ্রহণকারীবৃন্দ উন্মুক্ত মতবিনিময়ে আলোচনায় মাদক ব্যবহারের কুফল সম্পর্কে আলোচনা করেন এবং নিজ পরিবার থেকে মাদক বিরোধী কার্যক্রম করার জন্য সভায় অবহিত করেন। সেই সাথে প্রতিটি স্কুল-কলেজে এ বিষয়ে ব্যাপক প্রচার প্রচারণার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসান উপস্থিত সকল অংশগ্রহণকারীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান এবং সেই সাথে নিজের মন থেকে নিজ দায়িত্বে মাদকবিরোধী শপথ গ্রহণ করতে তাগিদ প্রদান করেন। - সংবাদ বিজ্ঞপ্তি