
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের উদ্যোগে প্রতীকী অনশন পালিত হয়েছে। কুয়েটে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং অনতিবিলম্বে কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে বুধবার (২৩ এপ্রিল) সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকাল থেকে রাত পর্যন্ত এই প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়।
গণতান্ত্রিক ছাত্র সংসদ, সুনামগঞ্জ জেলা শাখার অন্যতম উদ্যোক্তা এনডি ওসমান গণি’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন ওয়ারিয়র্স অব জুলাই-এর জেলা কমিটির আহবায়ক মো. ফয়ছল আহমদ, মো. সায়মন মিয়া, সাব্বির আহমদ সামী, মকবুল হোসেন, নাঈম আহমেদ অন্তর, আব্দুর রহমান পায়েল, শরীফ হোসেন মিজান ও মারিয়া জান্নাত।