
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও গ্রামের বারকি শ্রমিক বিল্লাল মিয়া হত্যাকা-ের ঘটনায় এজাহারভুক্ত আসামি রুবেল মিয়াকে গ্রেফতার করে ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় নিহতের পরিবার ও স্বজনদের আয়োজনে শহরের উকিলপাড়াস্থ সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের স্ত্রী মিনারা খাতুন ও নিহতের বড়ভাই আব্দুল জলিল।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, ২০২৪ সালের ২৩ আগস্ট রাতে শ্রমিক বিল্লাল মিয়ার সাথে একই গ্রামের রুবেল মিয়া গংদের পূর্ববিরোধের জের ধরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রুবেল মিয়া চাকু দিয়ে আঘাত করে বিল্লাল মিয়াকে হত্যা করেন। এই ঘটনায় গত ২৪ সালের ২৪ আগস্ট রুবেল মিয়াসহ ৪ জনকে আসামি করে সুনামগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে, দীর্ঘ ৮ মাসেও পুলিশ আসামিদের গ্রেফতার করেনি। এই কারণে আসামি পক্ষ মামলাটি আপোস করতে চাপ সৃষ্টি করে আসছে। তারা নিহতের পরিবারকে প্রাণনাশের হুমকিও দিচ্ছে। অবিলম্বে প্রধান আসামি রুবেল মিয়াকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে সরকার এবং পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানান নিহতের পরিবার ও স্বজনরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহতের বৃদ্ধা মা সখিনা খাতুন, ছেলে হেলাল মিয়া, ছেলে ইয়াসিন মিয়া, ইব্রাহিম মিয়া ও মেয়ে মীমসহ অনেকে।