
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রামের নিজ বসতঘরের ভেতর থেকে গত মঙ্গলবার রাত ১০টার দিকে সাজুল হক ওরফে সাজল (৪০) নামের পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সজীব রহমান বলেন, উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রামের বাসিন্দা মাদকব্যবসায়ী সাজুল হক ওরফে সাজলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গত বছরে থানায় একটি মামলা হয়। মামলা নম্বর জিআর ৫০/২৪। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার রাত ১০টার দিকে নিজ বসতঘরের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে তারাগারে পাঠানো হয়েছে।