
স্টাফ রিপোর্টার ::
দিরাইয়ে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের (বেপারি) মৃত্যু হয়েছে। নিহত কৃষি শ্রমিকের নাম ইকবাল হোসেন (৪০)। তিনি ভোলা জেলার রসুলপুর উপজেলার রসুলপুর গ্রামের সালাউদ্দিনের ছেলে। মঙ্গলবার (২২ এপ্রিল ) বিকাল ৫টায় বরাম হাওরে দুর্ঘটনা ঘটে ।
জানাযায়, বরাম হাওরে অনেকের সাথে ধান কাটার কাজে যান ইকবাল হোসেন। হঠাৎ বজ্রপাতের কবলে পড়লে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।
অপরদিকে সকাল বজ্রপাতে ভাঙ্গাডহর গ্রামের ইসমাইল মিয়া (৫০), কাদিরপুর গ্রামের সেলিম মিয়ার মেয়ে পাপিয়া আক্তার (১৮) আহত হন। এর মধ্যে গুরুতর আহত হাবিবুর রহমান হাবিবকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।