
স্টাফ রিপোর্টার ::
জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘দৃষ্টি’ প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চোখের সাধারণ রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ২২ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সুনামগঞ্জ শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ক্যাম্পেইনে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসহায়, দুস্থ রোগীদেরকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করে ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার চন্দ।
জনতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদ। তিনি তার বক্তব্যে বলেন, মানব সেবাই উত্তম সেবা। তাই মানুষের সেবা করার জন্যই আমরা এই দৃষ্টি প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, সুনামগঞ্জের কৃতী সন্তান ডাচ্-বাংলা ব্যাংকের শ্রদ্ধেয় এমডি ও সিইও আবুল কাশেম মোহাম্মদ শিরিন স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় ডাব্-বাংলা ব্যাংকের অর্থায়নে সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার সকল এলাকার দরিদ্র জনগোষ্ঠীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন হচ্ছে। এছাড়াও ডাচ্-বাংলা ব্যাংকের আর্থিক সহায়তায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়ে থাকে। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ডাচ্-বাংলা ব্যাংকের এমডি স্যারের এই যুগান্তকারী অবদান, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসচ্ছল জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, এই কাজের বিনিময়ে আমাদের চাওয়া-পাওয়ার কিছুই নাই। আপনারা শুধু ডাচ্-বাংলা ব্যাংক এবং আমাদের এমডি স্যারের জন্য দোয়া করবেন। কারণ মানুষের দোয়া অনেক শক্তিশালী। আমি মনে করি আপনাদের দোয়ার মাধ্যমেই সবকিছু আল্লাহর আরশ পর্যন্ত পৌছানো সম্ভব।
এসময় আরও উপস্থিত ছিলেন জনতা চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ঊর্মি পাল।
বাচাইকৃত সকল ছানি রোগীদের জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জনের মাধ্যমে উন্নত প্রযুক্তির কৃত্রিম ল্যান্স সংযোজনসহ ছানি অপারেশন করা হবে। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চোখে ছানি পড়া ৩৫ জন ও সাধারণ চক্ষু রোগীসহ মোট ৯৮ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
স্থানীয় জনসাধারণ, জনতা চক্ষু হাসপাতাল ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলিস’র এই মহতী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।