
জামালগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন বিবিসি’র সাবেক সাংবাদিক নূরুল ইসলাম সাজু। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০২০ এর ধারা ১৮(১)(জ) ও ১৮(২) মোতাবেক সিন্ডিকেট সদস্য মনোনীত করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী দুই বছর সিন্ডিকেট সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন।
নূরুল ইসলাম সাজু সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার আসামপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম আলফু মিয়া তালুকদারের বড় ছেলে। তাঁর দুই কন্যা সন্তান উচ্চতর ডিগ্রি নিয়ে ইংল্যান্ড লেখাপড়া করছে।
এ বিষয়ে নূরুল ইসলাম সাজু বলেন, আমাকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। হাওর জনপদ সুনামগঞ্জ জেলা শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে আছে। আমি হাওরপাড়ের সন্তান। হাওরাঞ্চলের শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করতে চাই। নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই। আগামী প্রজন্মকে অনুকূল পরিবেশে লেখাপড়া করার সুযোগ তৈরি করে দিতে হবে। আমি সকল শ্রেণির মানুষের কাছে দোয়া ও সহযোগিতা চাই।