
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে মুহাদ্দিসে গাজিনগরী ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত খন্ডকালীন দ্বীনি শিক্ষা কোর্স ‘বেদায়াতুল হেদায়া দ্বীনি শিক্ষা কোর্স ২০২৫’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টায় সুনামগঞ্জ শহরের পৌরবিপণিস্থ একটি কার্যালয়ে এ পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাওলানা নুর হোসাইনের সভাপতিত্বে ও মুফতি তাফাজ্জুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা খলিলুর রহমান, মাওলানা মুস্তাকিম বিল্লাহ, মাওলানা মাহিন আহমেদ, মাওলানা আহমেদ শফী, মাওলানা মিজান আহমেদ, মাওলানা আজমল হোসাইন, মুফতি মুবাশ্বির আলী প্রমুখ। অনুষ্ঠানে ১৭কেন্দ্রের শিক্ষকগণের মাঝে সম্মাননা ও কৃতী ছাত্রদের পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরী রচিত তাফসিরে গাজিনগরী সিরিজের ২য় গ্রন্থ ‘হুমুল মুফলিহুন’ এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠান শেষে দেশ জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।