
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার মহিষপুর গ্রামের সামনে থাকা কালাপানি নদীর পশ্চিমপাড় থেকে রবিবার (২০ এপ্রিল) বিকেল পৌনে পাঁচটার দিকে ষাটোর্ধ্ব বয়সী অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার বেলা দুইটার দিকে স্থানীয় দুইজন কৃষক উপজেলার কালাপানি নদীর পশ্চিমপাড়ে ষাটোর্ধ্ব বয়সী এক বৃদ্ধকে মাথায় গামছা বাধা, পরনে টিসার্ট ও লুঙ্গি পরিহিত এবং মুখম-ল কম্বল দিয়ে ঢাকা অবস্থায় মৃত পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে ওইদিন বিকেল পৌনে পাঁচটার দিকে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা ওই বৃদ্ধের লাশটি পুলিশ উদ্ধার করে।
ধর্মপাশা থানার এসআই ইমরান তালুকদার বলেন, ষাটোর্ধ্ব বয়সী অজ্ঞাতনামা ওই বৃদ্ধের এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। ওই বৃদ্ধের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।