
স্টাফ রিপোর্টার ::
ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) এর কেন্দ্রীয় সভাপতি মো. শহিদুল ইসলাম বলেছেন, ব্যবসায়ীদেরকে সততার সাথে ব্যবসা করতে হবে। সততা ও দক্ষতার সাথে ব্যবসা করলে উন্নতি করা যায়। কারণ এই দুটি গুণ ব্যবসার অন্যতম পুঁজি।
তিনি শনিবার সকালে সুনামগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদ কমপ্লেক্স হলরুমে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা সভাপতি মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুস সাত্তার মো. মামুনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা উপদেষ্টা তোফায়েল আহমদ খান, সিলেট অঞ্চলের সেক্রেটারি ড. নূরুল ইসলাম বাবুল, জেলা উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, সিলেট মহানগর সভাপতি আলিমুল এহসান চৌধুরী প্রমুখ।
সম্মেলনে পুনরায় সভাপতি ও সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ফরিদ উদ্দিন ও আব্দুস সাত্তার মো. মামুন। ৩১ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহসভাপতি আব্দুল হাই আজাদ, সিদ্দিকুল ইসলাম, মাওলানা খাইরুল বাশার, লুৎফুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল হাকিম, হুমায়ুন কবির, জহুর মিয়া, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন বেলাল, অর্থ সম্পাদক আব্দুল কাদির সেলিম, অফিস সম্পাদক হাফেজ মঞ্জুরে এলাহী শাহীন, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাহিত্য সম্পাদক আল আমিন, আইটি সম্পাদক হাফেজ এমদাদুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক জিল্লুর রহমান বাচ্চু।
কমিটির সদস্যরা হলেন বদরুল কাদির শিহাব, সিরাজুল হক ওলী, জুনেদ আহমদ, জামাল উদ্দিন, মাওলানা এনামুল হক তালুকদার, মো. দেলোয়ার হোসেন, আব্দুল মালেক, মোঃ নূরুল ইসলাম, ইমরান হোসেন, আব্দুল মুহিত, মামুন আহমদ, আহসান হাবীব, মো. আবিকুল ইসলাম, ওবায়দুল্লাহ, ডা. আবু সাঈদ।