
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির ২০২৫ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের অধ্যক্ষ অ্যাডভোকেট আবু হানিফ নোমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক নির্মল শুক্ল বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের খ্যাতিমান কবি ও গীতিকার আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের সভাপতি, কবি ও সাহিত্যিক শেখ একেএম জাকারিয়া। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনাপর্ব শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দেহ ও মনের সুষম বিকাশে সহায়ক ভূমিকা রাখে এবং ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলে।