
দোয়ারাবাজার প্রতিনিধি ::
ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলাও হত্যাযজ্ঞের প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’র ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর, চৌমুনা, গোয়ারাই, বেরি ও গোরেশপুর গ্রামবাসী। শুক্রবার বাদ জুমা প্রতাপপুর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে দোহালিয়া বাজার প্রদক্ষিণ শেষে স্থানীয় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে সমাবেশে মিলিত হয়।
দোহালিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার মফিজুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা মো. জাকির হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবি ও শিক্ষানুরাগী এইচ এম কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা জাবেদ আহমদ আনসারি, দোয়ারাবাজার পশ্চিম তালামীযের সভাপতি কাজী এমদাদ সিদ্দিকী, সাবেক সভাপতি আবদাল হোসাইন তালুকদার, হাফেজ মঈনুল ইসলাম, মাওলানা ইউসুফ খান, গোলাম মোস্তফা তালুকদার, আকল মিয়া তালুকদার, দেলোয়ার হোসেন তালুকদার, মহিদুল ইসলাম, মাখন তালুকদার, সাবেক মেম্বার গিয়াস উদ্দিন, ইসমাইল হোসেন, মাওলানা নুর মোহাম্মদ, মাওলানা কলিম উদ্দিন, কবির উদ্দিন প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতাপপুর কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল হালিম, দশগ্রাম প্রতাপপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আশরাফুল হক, কান্দাগাও নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শাহজাহান মিয়া, সাবেক মেম্বার কাজী নানু মিয়া, সালাহ উদ্দিন তালুকদার নানু, শফিকুল ইসলাম তালুকদার বাবুল, কাজী আবুল ফজল, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আজিজুল হক মিন্টু, মহরির কাজী শাহজাহান মিয়া, ইসবর খা, গিয়াস উদ্দিন তালুকদার, শাহির আলী, ফারুক মিয়া তালুকদার, মৌলভী কাজী হারুনুর রশিদ, শফিকুর রহমান তালুকদার ফকির।
এছাড়া জাহাঙ্গীর আলম, সাইফুদ্দিন স্বপন, কাজী আফছর উদ্দিন মিছলু, হাফেজ আবদুল হালিম, হাফেজ ফখরু মিয়া, শুভরাজ তালুকদার মামুন, কাজী রুহেল মিয়া, রাসেল মিয়া, কারী ইউসুফ মিয়া, নুর হোসেন, পারভেজ মিয়া, কাজী আজাদ মিয়া, কাজী রুহেল মিয়া, মন্নান খা, আবদাল মিয়া, আবু সালেহ খা, জসিম উদ্দিন, কাচা মিয়া খান, আবদুস সালাম খান, এহিয়া খান, কাজী জগলু মিয়া, কাজী আশরাফুল ইসলাম, সাজিদুল ইসলাম, কারী হোসাইন আহমদ, আবদুস শাহারসহ প্রতাপপুর, চৌমুনা, গোয়ারাই, বেরি ও গোরেশপুর গ্রামের পাঁচ শতাধিক সকল শ্রেণির ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর হত্যাযজ্ঞ বন্ধ করতে জাতিসংঘের কঠোর পদক্ষেপের আহ্বান জানান।