
আগামীকাল রবিবার (২০ এপ্রিল) বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি, সাবেক পিপি আলহাজ্ব মো. আব্দুল মজিদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ শুভাকাক্সিক্ষদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট মো. নাজমুল হুদা হিমেল।
উল্লেখ্য, ২০১৯ সালের ২০ এপ্রিল সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ মৃত্যুবরণ করেন। - সংবাদ বিজ্ঞপ্তি