
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে সিমেন্টবোঝাই লরি উল্টে চালক মিজানুর রহমান (২২) নিহত হয়েছেন। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের আব্দুল করিমের ছেলে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি যাদুকাটা নদী এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানান, চালক মিজানুর রহমান সিমেন্ট বোঝাই লরি যাদুকাটা নদীতে নির্মাণাধীন সেতুর সামনে দিয়ে নিয়ে যাওয়ার পথে গড়কাটি এলাকার সড়কে উঠছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে যায় এবং এর নিচে চাপা পরে ঘটনাস্থলেই নিহত হন চালক মিজানুর রহমান। এই দুর্ঘটনায় নিহতের পরিবার শোকের মাতম চলছে। এলাকাবাসী জানান, মিজানুরের পরিবার খুবই গরিব। তার উপার্জনেই সংসার চলতো। পরিবারের অবলম্বন ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার বাবা-মা। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।
তাহিরপুরে সিমেন্টবোঝাই লরি উল্টে চালক মিজানুর রহমান (২২) নিহত হয়েছেন। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের আব্দুল করিমের ছেলে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি যাদুকাটা নদী এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানান, চালক মিজানুর রহমান সিমেন্ট বোঝাই লরি যাদুকাটা নদীতে নির্মাণাধীন সেতুর সামনে দিয়ে নিয়ে যাওয়ার পথে গড়কাটি এলাকার সড়কে উঠছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে যায় এবং এর নিচে চাপা পরে ঘটনাস্থলেই নিহত হন চালক মিজানুর রহমান। এই দুর্ঘটনায় নিহতের পরিবার শোকের মাতম চলছে। এলাকাবাসী জানান, মিজানুরের পরিবার খুবই গরিব। তার উপার্জনেই সংসার চলতো। পরিবারের অবলম্বন ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার বাবা-মা। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।