
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার নয়াবিল হাওর সংলগ্ন পাকা সড়কে যাত্রীবাহী মোটর সাইকেলের ধাক্কায় বুধবার দুপুরে রফিকুল মিয়া (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রাজাপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কৃষক রফিকুল বুধবার সকাল ১০টার দিকে তিনি নিজ গ্রামের সামনে থাকা সাপমারির হাওরে গরুর জন্য ঘাস কাটতে যান। বেলা ১২টার দিকে ঘাস কেটে বাড়ি ফেরার পথে নয়াবিল হাওর সংলগ্ন সড়কে আসা মাত্রই যাত্রীবাহী একটি মোটর সাইকেল পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বেলা পৌনে ১টার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হলে নেত্রকোণার ঠাকুরাকোণা এলাকায় পৌঁছামাত্রই বেলা আড়াইটার দিকে ওই কৃষক মারা যান।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক এই মৃত্যুর খবরটির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত মোটর সাইকেল চালককে খোঁজে বের করার চেষ্টা চলছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।